ঢাকা:অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল ও তার ছেলে ইমরান ইকবালের নামে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী এবং আরেক সন্তানের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশও দিয়েছে কমিশন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগ সংশ্লিষ্ট ডা. এইচ বি এম ইকবালের নামে অর্জিত ২৯৮ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ১৫৯ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া যায়। ওই সম্পদের বিপরীতে তার দায় পাওয়া যায় ১৩৯ কোটি ৪ লাখ ৩৮ হাজার ৫৯৪ টাকা। দায় বাদে তার নিট সম্পদ পাওয়া যায় ১৫৯ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৫৬৫ টাকা। সম্পদের বিপরীতে বিভিন্ন খাতে মোট ১৯০ কোটি ৬৫ লাখ ২৫ হাজার...