দেড় ঘণ্টায় আমি আর কোনও শ্বেতাঙ্গ মুখ দেখতে পাইনি। কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোচ জেনরিকের মন্তব্যকে সমর্থন করে বলেছেন যে এতে কিছু ভুল নেই। তবে তার মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বৃটেনের অনেক নেতাই। যেমন সাবেক টোরি নেতা মাইকেল হেসেলটাইন। তিনি সাফ জানিয়েছেন, উদ্বাস্তুদের আক্রমণ করে এই ধরনের ভাষার ব্যবহার কনজারভেটিভদের পথ নয়। এমন ভাষা বাজে উদাহরণ তৈরি করে। বার্মিংহামের বিশপ, মাইকেল ভল্যান্ড, মন্তব্যটিকে ‘সম্পূর্ণ ভুল’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে, তিনি এই মন্তব্য শুনে হতাশ। জেনরিককে পাঠানো একটি চিঠিতে তিনি লিখেছেন, ‘আপনি যে মন্তব্যগুলো করেছেন তাতে উদ্বেগ এবং বিভাজন সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি বিষাক্ত জাতীয়তাবাদে ইন্ধন জোগাতে পারে। রাজনীতিবিদদের জন্য এই...