ঘরোয়া ক্রিকেটে সময়টা দারুণ কাটছে মার্নাস লাবুশেনের। চলতি মৌসুমে ভিন্ন দুই সংস্করণ মিলিয়ে এরই মধ্যে তিনটি সেঞ্চুরি উপহার দিয়েছেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান। সবশেষটি করেছেন লিস্ট ‘এ’ ম্যাচে, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়ার দুই দিন পর। অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপে বৃহস্পতিবার তাসমানিয়ার বিপক্ষে ১০৫ রান করেন লাবুশেন। কুইন্সল্যান্ড অধিনায়কের ৯১ বলের ইনিংসটি ছিল ২ ছক্কা ও ৮ চারে সাজানো। সেঞ্চুরিতে পা রাখেন তিনি ৮৯ বলে। গত মঙ্গলবার ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। টানা ব্যর্থতায় টেস্টের পর এই সংস্করণের দলেও জায়গা হারান লাবুশেন। সবশেষ ১০ ওয়ানডে ইনিংসে একটি ফিফটিও করতে পারেননি তিনি। দল থেকে বাদ পড়ার আগের দিনই অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে ১৬০ রানের ইনিংস খেলেন লাবুশেন। গত মাসে ওয়ানডে...