গাজায় দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস প্রস্তাবিত শান্তি চুক্তির প্রথম ধাপে সম্মত হয়েছে। বুধবার রাতে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। তার প্রকাশিত বার্তায় বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সকল জিম্মি মুক্তি পাবে এবং ইসরায়েল তাদের সেনা বাহিনী নির্ধারিত সীমারেখায় ফিরিয়ে নেবে। এই ঘোষণা আসে ট্রাম্পের প্রকাশিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে, যা গত সপ্তাহে তিনি প্রকাশ করেছিলেন। ইসরায়েল, হামাসসহ বিশ্বের বহু দেশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে ৬৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের একটি কমিশন এটিকে গণহত্যার পর্যায়ে পড়া অপরাধ বলে আখ্যায়িত করেছে। ট্রাম্প বলেন, “ইসরায়েল ও হামাস...