বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের জীবনে ঘটেছে এক মজার ঘটনা। অভিনেত্রীর সেই মজার অভিজ্ঞতার কথা জানালেন তার মেয়ে অভিনেত্রী সোহা আলি খান। সূত্র জানায়, একদিন সোহা আলি খানের মা একটি বই প্রকাশনা অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেই সময় পথে ভয়াবহ যানজট ছিল। তখন তিনি গাড়ি থেকে নেমে এক নারীকে থামান, যিনি স্কুটারে যাচ্ছিলেন। তাকে অনুরোধ করেন সামনে কাছাকাছি নামিয়ে দিতে। সম্প্রতি একটি পডকাস্টে অভিনেত্রী বলেন, দিল্লিতে বসবাসরত তার মা একবার ভয়াবহ যানজটে পড়েছিলেন। একটি অনুষ্ঠানে যাওয়ার সময় যানজটে পড়লে গাড়ি থেকে নেমে পড়েন। এক অপরিচিত নারীর স্কুটারে চেপে গন্তব্যে যান। এ ঘটনার সময় শর্মিলা ঠাকুরের বয়স ছিল ৮০ বছর। বিষয়টি তার মায়ের কাছ থেকে শুনে সোহা আলি খান অবাক হয়ে বলেছিলেন—আম্মা, এটা কিন্তু দিল্লি! জবাবে শর্মিলা ঠাকুর বলেন, ওই নারী আমাকে অর্ধেক...