মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে নোবেল পুরস্কার পেতে আগ্রহী- তা নিয়ে কোনো ধরনের লুকোছাপা নেই। তার সমর্থকরাও বারবার বলছেন, ট্রাম্পের এ পুরস্কার প্রাপ্য। অন্যদিকে সমালোচকরা এ নিয়ে করছেন উপহাস। তাদের কাছে মনে হচ্ছে, ট্রাম্প যেসব নীতিতে চলছেন, সেগুলো তাকে স্বয়ংক্রিয়ভাবেই মর্যাদাপূর্ণ এ পুরস্কারের জন্য অযোগ্য বানাচ্ছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে ঢুকেই উত্তরাধিকার সূত্রে পাওয়া এখন পর্যন্ত এই শতাব্দীর সবচেয়ে বাজে দুই যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে ট্রাম্পকে। তবে এখন গাজা ও ইউক্রেইন উভয় যুদ্ধক্ষেত্রেই সমঝোতার আলো দেখা যাচ্ছে। ট্রাম্প ও তার দল শেষ পর্যন্ত এই দুই যুদ্ধ থামিয়ে শান্তি আনতে পারবেন কিনা, তা স্পষ্ট নয়। কিন্তু যদি পারেন, তাহলে নোবেল কমিটি এই কৃতিত্বের স্বীকৃতি দিয়ে ট্রাম্পকে পদক দিতেই পারে, বলা হয়েছে সিএনএনের এক নিবন্ধে। তবে ওই নিবন্ধে আলোচনা করা...