হারলেই বিদায়। টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে শূন্য হাতে। বাঁচা-মরার এই লড়াইয়ে ঢাকা ও রংপুর বিভাগ কেউ কাউকে ছাড় দিল না। তাদের ম্যাচের উত্তেজনা ছড়ালো বেশ। লো স্কোরিং কিন্তু হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের দেখা মিলল সিলেটে। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে রংপুর বিভাগ ১ বল ও ১ উইকেট হাতে রেখে জয় পেয়ে টুর্নামেন্টে টিকে আছে। আগে ব্যাটিং করতে নেমে ঢাকা বিভাগ ১২৩ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাটিং ধসের পর দারুণভাবে ফিরে আসে রংপুর কিন্তু শেষ মুহূর্তে আবার বিপর্যয় পড়ে তারা। শেষমেশ খুড়িয়ে চলা সাকলায়েনের চারে রংপুরের শেষ রক্ষা হয়। সহজ টার্গেটে ব্যাটিং করতে নেমে ৫২ রানে ৬ উইকেট হারায় রংপুর। তাদের বিশাল ব্যাটিং লাইন আপের শেষ দিকে ছিলেন আকবর ও নাসুম। এই দুইজন শুধু প্রতিরোধই গড়েননি, প্রতি আক্রমণে গিয়ে রান করেন। তাতে ম্যাচের...