০৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৫:০৩ পিএম ক্ষমতা ছাড়ার পর নিজেদের 'নিরাপদ প্রস্থান' বা সেফ এক্সিট নিয়ে আতঙ্কে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে একটি অংশ। তাই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আঁতাত করেছেন অভ্যুত্থানের চেতনাকে প্রতারিত করে নিজেদের আখের গোছানো এসব উপদেষ্টা। গত কয়েকদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা চাউর হয়েছে। উপদেষ্টার সেফ এক্সিট নিয়ে প্রথম কথা তোলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অভ্যুত্থানের পর তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যোগ দেন। গত ফেব্রুয়ারিতে তিনি পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন। তার এই বিস্ফোরক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যকে সমর্থন করছেন। বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে...