তবে প্রথম মানি রিসিটে ভুলবশত মামা শাহাবুদ্দিনের নাম লেখায় পরবর্তীতে সেই রিসিটকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। সুযোগ বুঝে শাহাবুদ্দিন ওই রিসিটের ভিত্তিতে গাড়ির মালিকানা দাবি করতে শুরু করেন। তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে নিজের পক্ষে সংবাদ প্রকাশ করেন এবং ভাগ্নে মোফাজ্জলকে হুমকি-ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ ওঠে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এক সংবাদ সম্মেলনে মোফাজ্জল হোসেন বলেন, গাড়িটি আমি নিজের টাকায় ক্রয় করেছি। ব্যাংক লোনসহ সব কাগজপত্র আমার পিতা কাদের আলীর নামে করা হয়েছে। কিন্তু এক রিসিটে মামার নাম থাকায় তিনি এখন গাড়ির দাবি করছেন এবং আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। তিনি আরও জানান, তার মামা এখন গাড়ির বিনিময়ে ২০ লাখ ৭০ হাজার টাকা দাবি করছেন। “বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে আইনের আশ্রয় নিয়েছি। অন্যদিকে, অভিযুক্ত মামা শাহাবুদ্দিন সাংবাদিকদের জানান, গাড়িটি তিনিই...