নওগাঁর আত্রাইয়ে গত ৬ অক্টোবর সকাল থেকে লোকালয়ে একটি হনুমান দেখা গেছে। নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে গত ৬ অক্টোবর সকাল থেকে লোকালয়ে একটি হনুমান দেখা গেছে। সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দেয় এবং হনুমানটি দেখার জন্য ভিড় জমে। প্রত্যক্ষদর্শীরা জানান, হানুমানটি উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করছিল এবং পরে পূর্ব এলাকার দিকে চলে যায়। এর সঙ্গে সঙ্গে সেখানে আরও জনতার আগমন ঘটে। আত্রাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ জানান, এটি বন্যপ্রাণী। কখনও কখনও...