ঢাকা: গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নের ঘোষণা বিশ্বজুড়ে কূটনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সৌদি আরব ও চীন, স্পষ্ট করেছে নিজেদের অবস্থান।সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টাকে তারা আন্তরিকভাবে স্বাগত জানায়। সৌদি আরব মনে করে, এই চুক্তি গাজা সংকট নিরসনে ঐতিহাসিক পদক্ষেপ।চীনও যুদ্ধবিরতিকে ইতিবাচকভাবে দেখছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আশা করে এই প্রক্রিয়ার মাধ্যমে গাজা অঞ্চলে স্থায়ী শান্তির পথ তৈরি হবে। ফিলিস্তিন সংকটের ন্যায়সংগত সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বেইজিং।এদিকে, মিসরীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, যুদ্ধবিরতি ইতোমধ্যে কার্যকর হয়েছে। শারম আল-শেখে চলমান আলোচনাকে বলা হচ্ছে এই সংঘাতের মোড় ঘোরানো মুহূর্ত।ইসরায়েলি এক কর্মকর্তা জানান, রোববার বা সোমবারের মধ্যে গাজা থেকে ২০ জন ইসরায়েলি বন্দি মুক্তি...