ফরিদপুরে পরকীয়ার সন্দেহের জেরে শফিকুল ইসলাম কালা নামের বৃদ্ধ এক স্বামীর হাতে তার স্ত্রীকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভাটি লক্ষীপুর এলাকার তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম লিপি বেগম (৪৫)। তাকে হত্যা করার পর অভিযুক্ত স্বামী মো. শফিকুল ইসলাম কালা (৬০) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। লিপি বেগমকে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লিপি বেগম এবং অভিযুক্ত শফিকুল ইসলাম কালার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের ছেলে পনির ইসলাম জানান, তার বাবা-মার মধ্যে নিয়মিত ঝগড়া হতো। বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়, যার ফলস্বরূপ বাবা রাগ করে বাসা ছেড়ে চলে যান। পনির ইসলামের ভাষ্যমতে, বৃহস্পতিবার...