রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো খুব দ্রুতই পেশাদার ফুটবলের শীর্ষ পর্যায়ে নিজের অবস্থান পাকাপোক্ত করছেন। মাত্র ১৮ বছর বয়সেই আর্জেন্টিনা জাতীয় দলে নিয়মিত ডাক পাচ্ছেন তিনি। এখন তাঁর লক্ষ্য—২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের হয়ে খেলার স্বপ্ন পূরণ। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্তানতুয়োনো বলেছেনন, 'এটা হবে স্বপ্নের মতো কিছু। আমি কঠোর পরিশ্রম করছি যেন ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা পাই। ধাপে ধাপে এগোচ্ছি। ১৮ বছর বয়সে বিশ্বকাপে খেলা—এটা অবিশ্বাস্য হবে। দলের সবাই খুব সহযোগিতাপূর্ণ, আমি এখানে দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার লক্ষ্য বিশ্বকাপে যাওয়া।' আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ইতিমধ্যেই এই তরুণ প্রতিভাকে জাতীয় দলে নিয়েছেন। কোপা আমেরিকার পর দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও তিনি স্কোয়াডে ছিলেন। চিলির বিপক্ষে ৫ জুনের ম্যাচে ১-০ ব্যবধানে জয়ের দিনে পেয়েছিলেন জাতীয় দলে তাঁর প্রথম শুরুর একাদশে নামার সুযোগ।...