যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে চলতি বছরের শুরুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি অভিজাত এলাকা সম্পূর্ণ পুড়ে যায় এবং ১২ জন নিহত হন। ইচ্ছাকৃতভাবে ভয়াবহ এ ‘পালিসেডস অগ্নিকাণ্ড’ ঘটানোর অভিযোগে ফ্লোরিডায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির বিচার বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জনাথন রিন্ডারকনেক্ট। ২৯ বছর বয়সি এই যুবক পেশায় একজন উবার চালক। অভিযোগ অনুযায়ী, জনাথন রিন্ডারকনেক্ট নামের ওই ব্যক্তি গত ১ জানুয়ারি মধ্যরাতের পরপরই উবার চালকের শিফট শেষ করে প্যাসিফিক পালিসেডস এলাকার পাহাড়ি হাইকিং ট্রেইলের কাছে আগুন লাগান। প্রথমে লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্ট মনে করেছিল, তারা দ্রুতই সেই আগুন (যা তখন ‘লাচম্যান ফায়ার’ নামে পরিচিতি পায়) নিভিয়ে ফেলেছে। কিন্তু আগুনটি ভূগর্ভে প্রায় এক সপ্তাহ ধরে জ্বলতে থাকে এবং ৭ জানুয়ারি দাউ দাউ করে প্রকাশ্যে আসে। পরে তা ভয়াবহ ‘পালিসেডস ফায়ারে’ রূপ নেয় বলে...