০৯ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পিএম আবুধাবি পর্যটনের প্রচারের কালে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। সেখানে ঐতিহ্যবাহী হিজাব ও আবায়া পরার কারণে কটাক্ষের শিকার হয়েছেন। তাকে ঘিরে শুরু হয়েছে ট্রলিং, কিন্তু সেই বিতর্কের মাঝেই দীপিকার পাশে দাঁড়িয়েছেন তার অনুরাগীরা, তারা শুধু সমর্থনই করেননি বরং নেতিবাচক মন্তব্যের জবাবও দিয়েছেন। সম্প্রতি রণবীরের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, আবুধাবি পর্যটনের প্রচারের বিজ্ঞাপনে দীপিকা ধরা দিয়েছেন খয়েরি রঙের হিজাবে, নির্জন মরুভূমির মতো শান্ত, অথচ গভীর। রণবীরের পরনে কালো স্যুট, মুখ জুড়ে লম্বা দাড়ি একেবারে নতুন রূপে। তারা আবুধাবির মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যের ছোঁয়ায় মুগ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছেন, যেন এক নিঃশব্দ আবিষ্কারের যাত্রা। কিন্তু এই মনোমুগ্ধকর দৃশ্যের পর্দা সরতেই, শুরু হয় বিতর্কের ঝড়, বিজ্ঞাপনটি...