বুধবার দেশটির স্থানীয় সময় বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। জানা গেছে, সাগরে মাছ ধরার কাজ শেষে ১১ জন বাংলাদেশি একটি পিকআপ ভ্যানে করে ফিরছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সন্দ্বীপ উপজেলার বিভিন্ন গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে আকাশ-বাতাস। প্রতিটি বাড়িতে চলছে হৃদয়বিদারক দৃশ্য। সারিকাইত ২ নম্বর ওয়ার্ডের নিহত রকির বাড়িতে দেখা যায়, তার বাবা ইব্রাহিম কোলে শিশুকে নিয়ে নিথর হয়ে বসে আছেন। চোখের পানি ধরে রাখতে না পেরে তিনি বলেন, “ঋণ করে ছেলেকে বিদেশ পাঠাইছিলাম, এখন লাশ আনতে হবে।” সারিকাইত ৪ নম্বর ওয়ার্ডের নিহত আরজুর বাড়িতেও...