অর্থসংকটে জাতিসংঘ, শান্তিরক্ষায় এক চতুর্থাংশ কাটছাঁটের সিদ্ধান্ত NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঢাকা: অর্থ সংকটের কারণে জাতিসংঘ আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বব্যাপী নয়টি শান্তিরক্ষা মিশনে এক চতুর্থাংশ শান্তিরক্ষী সদস্য ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি বুধবার (৯ অক্টোবর) নিশ্চিত করেছেন সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা।এক শীর্ষ জাতিসংঘ কর্মকর্তা জানান, সামগ্রিকভাবে আমাদের প্রায় ২৫% শান্তিরক্ষী সেনা ও পুলিশ সদস্য এবং তাদের সরঞ্জাম ফিরিয়ে নিতে হবে। সেইসঙ্গে মিশনে কর্মরত বহু বেসামরিক কর্মীকেও ছাঁটাই করা হবে। ছাঁটাইয়ের এই সংখ্যা ১৩,০০০ থেকে ১৪,০০০-এর মধ্যে হতে পারে বলে জানিয়েছেন তিনি।জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বড় অর্থায়নকারী যুক্তরাষ্ট্র, যা মোট বাজেটের ২৬ শতাংশের বেশি দেয়। এরপর রয়েছে চীন, যার অবদান প্রায় ২৪ শতাংশ। তবে এই অর্থায়ন স্বেচ্ছাসেবী নয়, বাধ্যতামূলক।দ্বিতীয় এক জাতিসংঘ কর্মকর্তা জানান, চলতি অর্থবছর...