টাঙ্গাইল শহরের সাত্তার শপিংমল ও তাহের পেট্রোল পাম্পে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যবিরোধী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সাত্তার শপিংমলে ভেজাল কসমেটিকস, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও মূল্যতালিকা না রাখার দায়ে ১ লাখ টাকা ও তাহের পেট্রোল পাম্পকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) শপিংমলটিতে এবং বুধবার (৮ অক্টোবর) রাতে পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।আরও পড়ুনআরও পড়ুনসাবেক এমপি সুমন রাজধানী থেকে গ্রেফতার অধিদপ্তর জানায়, অভিযানে ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে সাত্তার শপিংমলকে। আর ভেজাল পণ্যসামগ্রী জব্দ করা হয়। সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন,...