রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে শিল্পী আবু সালেহ টিটুর তিন দিনব্যাপী প্রদর্শনী। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) এই প্রদর্শনী শুরু হয়।এটি আবু সালেহ টিটুর চতুর্থ প্রদর্শনী। ল্যান্ডস্কেপড অ্যাবস্ট্র্যাকশন, কিছু মিক্সড-মিডিয়া এক্সপেরিমেন্টেশন এবং কয়েকটি কনসেপচুয়াল ইনস্টলেশন দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। শিল্পতত্ত্বে নারীর উপস্থিতি বহু দার্শনিক আলোচনার বিষয়। টিটুর ছবিতে নারী সেই দার্শনিক অর্থেই হাজির হন- যেন এক অবিরাম প্রতীক্ষা, যা আমাদের ভিতরের ক্ষয়িষ্ণু সময়কে দৃশ্যমান করে তোলে। শিল্প সমালোচকদের মতে, টিটুর ছবিতে নারীর উপস্থিতি এক ধরনের বিরহ ও অস্তিত্ব-শূন্যতার ইমেজারি নিয়ে আসে।নারী কখনো প্রতীক্ষার অবয়বে, কখনো দৃষ্টির শূন্যতায়, আবার কখনো রঙে মিশে থাকা রহস্যঘেরা প্রতীকে উপস্থিত হয়। তার ব্যবহৃত উজ্জ্বল রঙের আড়ালে লুকিয়ে থাকে এক ধরনের ইন্টেরিয়রাইজড সাইলেন্স, যেন ক্যানভাসের ভিতরে ভাসছে কান্নার গোপন শব্দ।দর্শক কোনো নির্দিষ্ট বস্তু বা চেনা...