জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও ভূমিধসের মাত্রা বাড়ছে। বাংলাদেশে প্রতি বছর ৫০-৬০ লাখ মানুষ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ঘটনায় নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের ওপর দীর্ঘমেয়াদি মানসিক প্রভাব ফেলছে। আবার দেশে প্রতি এক লাখ মানুষের জন্য মনোরোগ বিশেষজ্ঞ আছেন একজনেরও কম। ‘দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্য’ নিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এডাব আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। সেমিনারে সভাপতিত্ব করেন এডাব’র সভাপতি কাজী বেবী। আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা। অনুষ্ঠানে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, অগ্নিকাণ্ড, মহামারি, বাস্তুচ্যুতি ও সংঘাত-এসব দুর্যোগ মানুষের শারীরিক জীবনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে। বাংলাদেশের মতো একটি দুর্যোগপ্রবণ দেশে প্রতি বছরই হাজার হাজার মানুষ...