০৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পিএম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে একজনকে ‘কারও পানি লাগবে ভাই, পানি?’ বলে বিক্ষোভকারীদের মাঝে পানি বিতরণ করতে দেখা যায়। পরে খবর আসে সেই ছেলেটি গুলিতে মারা গেছে। আজ ৯ অক্টোবর, গুলিতে শহীদ মীর মুগ্ধের জন্মদিন। এই দিনটিকে স্মরণ করে আবেগে ভাসলেন তারই জমজ ভাই মীর স্নিগ্ধ। ফেসবুকে এক পোস্টে মীর স্নিগ্ধ লিখেছেন, ৯ অক্টোবর— এই দিনটিতেই আমি আর মুগ্ধ একসঙ্গে পৃথিবীতে এসেছিলাম। এই দিনটিতে আমি জন্ম ও মৃত্যুকে একসঙ্গে দেখতে পাই। আজকের দিনে যে দৃশ্যটি সবচেয়ে বেশি চোখের সামনে ভাসে, সেটি হলো— মুগ্ধকে কবরের মাটিতে শুইয়ে দিয়ে প্রথম মাটি ফেলার মুহূর্তটি। এখনও মনে হয়, এই তো সেদিনই তাকে কবর দিয়ে এসেছি। প্রায়...