ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে গ্রেফতার করা হয়েছে প্রিয়াংশুর বন্ধু ধ্রুব লাল বাহাদুর সাহুকে। পুলিশ জানায়, তারা ওই রাতে একসঙ্গে মদ্যপান করেছিলেন। কথা কাটাকাটির জেরে ধ্রুব ধারালো অস্ত্র দিয়ে প্রিয়াংশুকে আঘাত করে এবং প্লাস্টিক দিয়ে বেঁধে রেখে পালিয়ে যায়।স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তদন্তে জানা গেছে, প্রিয়াংশু ও ধ্রুবের মধ্যে আর্থিক বিরোধ ছিল। উভয়ের বিরুদ্ধেই রয়েছে পুরনো অপরাধের রেকর্ড।২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঝুন্ড’ সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন প্রিয়াংশু। সিনেমাটি সমাজকর্মী বিজয় বার্সের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছিল। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তদন্তে জানা গেছে, প্রিয়াংশু ও ধ্রুবের মধ্যে আর্থিক বিরোধ ছিল।...