শাপলা প্রতীকের দাবিতে অনড় থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে। বৃহস্পতিবার বিকেলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলটি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসে। দলের বাকি দুজন হলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তারা বিকেল ৪টার দিকে সিইসির সঙ্গে বৈঠকে বসেন। এতে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদও উপস্থিত রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এর মধ্যে এনসিপি রয়েছে। দলগুলোর বিষয়ে কারও কোনো আপত্তি রয়েছে কি না তা জানতে এখন বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। আরও পড়ুনবাংলাদেশ প্রশ্নে রাজনৈতিক দলগুলো এক, সেটির বিশ্ব মঞ্চায়ন হয়েছেবেগুন-খাটসহ ইসির ৫০ প্রতীকের তালিকায় ‘না’, শাপলা...