খুলনা মহানগরীর খালিশপুরে মো. সবুজ খান নামের এক ডাব বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাউজিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী জানান, দুপুরের দিকে হাউজিং বাজার এলাকায় সবুজের ওপর হামলা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। হত্যায় জড়িতদের সম্পর্কে খালু হন সবুজ। এ ঘটনায় নাজমা বেগম নামের সবুজের এক আত্মীয়কে আটক করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে সবুজ খানকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্ত্রী শাহিনুরের। তিনি বলেন, ‘আমার বোবা ছেলেকে মারার জন্য গতকাল সন্ত্রাসীরা ধাওয়া...