সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি হিসেবে জয়লাভ করেন বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নিজের প্রথম মেয়াদে বুলবুল জানিয়েছিলেন ক্রিকেটকে দেশজুড়ে ছড়িয়ে দিতে চান। বাংলাদেশের ক্রিকেট মূলত ঢাকা কেন্দ্রীক। এটা অনেক বছর ধরে হয়েই আসছে। যে কারণে বুলবুল দায়িত্ব নিয়ে ঢাকার বাইরেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন। নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সেই বিষয়ে এগিয়ে যেতে চাইছে বিসিবি। ঢাকার বাইরে সব বিভাগেই আঞ্চলিক অফিস করার লক্ষ্য বিসিবির। যার প্রথমটি হতে পারে রংপুর বিভাগে। আজ (বৃহস্পতিবার) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের সঙ্গে আলাপ করেন রংপুর বিভাগের বিসিবি পরিচালক হাসানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা সারজিস আলমও। তিনি রংপুরের সন্তান। রংপুর বিভাগীয় বিসিবি পরিচালক হাসানুজ্জামান বলেন, বুলবুল ভাই আঞ্চলিক ক্রিকেটে উন্নতির কথা বলেছেন। কিছু জায়গায় মিস কমিউনেকেশন হয়েছে...