নাটোরের গুরুদাসপুরে চাচঁকৈড় বাজারে অবৈধ দখলমুক্ত রাখতে পৌর প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজের নেতৃত্বে অভিযান শুরু হয়। অভিযানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, গুরুদাসপুর থানা পুলিশের একটি টিম ও আনসার বাহিনীর সদস্যরা। অভিযান চলাকালে বাজারের মূল সড়কে অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি একটি রেস্টুরেন্টে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “আজ প্রাথমিকভাবে সতর্ক করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে যারা অবৈধ স্থাপনা সরাবে না, আগামী ১৩ অক্টোবর সোমবার থেকে কঠোর অবস্থানে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।” তিনি আরও জানান, দোকানিদের সুবিধার কথা বিবেচনা করে বাজারের এক পাশে নতুন করে দোকানের...