০৯ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পিএম কিশোরগঞ্জের হোসেনপুরে ফিলিস্তিনমুখী ত্রাণবাহী জাহাজ ও বাংলাদেশের মানবাধিকার কর্মী শহিদুল আলম আটকের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হোসেনপুর হাসপাতাল চৌরাস্তা মোড়ে বাংলাদেশ ফিলিস্তিন সংহতি পরিষদ-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে বাংলাদেশের আলোকচিত্র শিল্পী ও লেখক শহিদুল আলম ও বিভিন্ন দেশের চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের গ্রেফতারসহ ত্রাণবাহী জাহাজ আটকের বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেছেন—হোসেনপুর ফিলিস্তিন সংহতি পরিষদ-এর আহ্বায়ক মো: খায়রুল ইসলাম ফকির, বাসদ মার্কসবাদী জেলা সমন্বয়ক আলাল মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম. মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন সরকার, শ্রমিক সংগঠনের সদস্য সচিব এবায়াদুল ইসলাম, কৃষক সংগঠনের জমির উদ্দীন প্রমুখ। প্রথম...