০৯ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পিএম মা ইলিশ সংরক্ষণ ও বংশবৃদ্ধির জন্য মোংলার পশুর নদীতে অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে থেকে তারা টহল অভিযান পরিচালনা করে। এসময়ে নদীতে সচেতনতা মূলক লিফলেট ও মাইকিংও করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান,ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে ‘‘মা ইলিশ’’ রক্ষার্থে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ মোতাবেক ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান, বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দিন-রাত...