ওটিটি প্ল্যাটফর্মে আলোচিত দুই মৌলিক সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’-এর সাফল্যের পর এবার বড় পর্দায় ফিরছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তার প্রথম সিনেমার নাম ‘দেলুপি’। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘শাটিকাপ’ রাজশাহী শহরকেন্দ্রিক কাহিনি নিয়ে তৈরি হয়, যা দর্শক ও সমালোচক— দু’পক্ষের মনোযোগ কাড়ে। এরপর ২০২৪ সালে আসে ‘সিনপাট’, যা তরুণ এই পরিচালকের সুনামকে আরও সুদৃঢ় করে। এবার তার নতুন যাত্রা চলচ্চিত্রে—‘দেলুপি’ নিয়ে। পরিচালক তাওকীর ইসলাম জানিয়েছেন, ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা ও সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নির্মাণ করেছেন কাল্পনিক বাস্তবতার এই কাহিনি। তার ভাষায়, “আমি সবসময় বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। ‘দেলুপি’ সেই চেষ্টারই আরেক ধাপ। এই সিনেমার প্রতিটি চরিত্র, প্রতিটি ফ্রেম মানুষ ও তাদের জীবনের অংশ। আমার কাছে সত্যিকার...