অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক রথীন্দ্রনাথ দত্ত ও তার স্ত্রী চন্দনা দাশকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তাদের বিদেশগমন নিষেধে আদালতে আবেদন করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, রথীন্দ্রনাথ দত্ত জালিয়াতির মাধ্যমে ভিন্ন ভিন্ন নামে একাধিক পাসপোর্ট সংগ্রহসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এসব অর্থের মাধ্যমে তিনি দেশে-বিদেশে নিজের নামে ও নির্ভরশীল ব্যক্তিদের নামে বেনামে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে রথীন্দ্রনাথ দত্ত ও তার স্ত্রীর কাছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ ধারা এবং দুদক বিধিমালা, ২০০৭-এর...