ঢাকা:জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি কারাগারে আটক আরও ২৫ জন বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তাদের মুক্তির বিষয়টি ত্বরান্বিত করতে হামদান আল কাবি নামক এক ল’ফার্মকে নিযুক্ত করা হয়েছে।ফলে সহসাই তাদের মুক্তির ব্যাপারে সরকার দৃঢ় আশাবাদী। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে দেশটির কারাগারে আটকদের মধ্য থেকে ১৮৮ জন দেশে ফিরে এসেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবুধাবী কারাগারে বন্দিদের মুক্তির ব্যাপারে গত ২২ এপ্রিল বাংলাদেশ দূতাবাস, আবুধাবি তাদের মুক্তির জন্য কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি তালিকা প্রেরণ করে তাদের মুক্তির ব্যাপারে সহযোগিতা চাওয়া হয়। মুক্তি প্রক্রিয়ায় সন্তোষজনক গতি আনার লক্ষ্যে মে মাসে...