দীর্ঘ এক দশক পর আবারো মুখোমুখি ঢালিউডের এক সময়ের জনপ্রিয় জুটি বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহি। স্থান—যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। উপলক্ষ—চিত্রনায়ক কাজী মারুফের বিবাহবার্ষিকীর আয়োজন। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পাওয়া ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে একসঙ্গে চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পি ও মাহির। প্রথম সিনেমায় অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তারা। এরপর ‘অন্যরকম ভালোবাসা’, ‘তবু ভালোবাসি’, ‘কি দারুণ দেখতে’, ‘অনেক সাধের ময়না’—প্রতিটি সিনেমা মুক্তির পর জুটি হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন।আরো পড়ুন:‘মহল্লার’ নায়িকা আইরিনসায়মন তারিকের সিনেমায় জুটি বাঁধছেন শিপন-মিষ্টি তবে সময়ের স্রোতে কোথায় যেন দূরত্ব তৈরি হয় মাহি-বাপ্পির। কাজ বন্ধ, যোগাযোগও থেমে যায়। সর্বশেষ ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমাতেই শেষবার একসঙ্গে দেখা যায় তাদের। এরপর কেটে গেছে প্রায় ১০ বছর। অবশেষে সেই দূরত্ব ঘুচেছে আমেরিকার মাটিতে। মারুফের নিউ...