৪. ঘুমকে অগ্রাধিকার দিনসাফল্য কেবল পরিশ্রমে আসে না, ভালো ঘুমও তার অপরিহার্য অংশ। মনোযোগ, সৃজনশীলতা ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়াতে ঘুমের মান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সফল মানুষরা নিয়মিত ঘুমের সময় মেনে চলেন, রাতের খাবারে ভারী বা ক্যাফেইনজাত কিছু এড়িয়ে চলেন এবং শরীরকে আরাম দিতে ঘুমানোর আগে হালকা পরিবেশ তৈরি করেন।৫. সাফল্যের কল্পনা করুনসফল ব্যক্তিরা ঘুমানোর আগে তারা নিজেদের লক্ষ্য কল্পনা করেন, সেই লক্ষ্য পূরণের দৃশ্য মানসপটে ফুটিয়ে তোলেন। এই মানসিক অনুশীলন অবচেতন মনে ইতিবাচক বার্তা পাঠায়, যা পরের দিন তাদের কাজে অনুপ্রেরণা যোগায়। এমন ইতিবাচক চিন্তা শুধু আত্মবিশ্বাস বাড়ায় না, বরং প্রতিদিনকে নতুন সম্ভাবনার সূচনা হিসেবেও তৈরি করে।বিশেষজ্ঞদের দাবি, রাতের এই ৫টি ছোট্ট অভ্যাস জীবনকে বড় পরিবর্তনের পথে নিতে পারে। তারা বলেন, এগুলোর জন্য আলাদা পরিশ্রম নয়, বরং সামান্য...