পটুয়াখালীতে বাজার ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে আমিনুল হক চৌধুরী (৪৫), পলাশ হাওলাদার (২৫) ও রমজান আলী (৬৫) নামের তিনজনকে আটক করা হয়। বুধবার (৮ অক্টোবর) রাতে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে উভয় পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়। সংঘর্ষে পুলিশের এএসআই জহির, এসআই আবদুর রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, মো. রানা ও সাইফুল ইসলাম আহত হন। তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় বিএনপি নেতা...