রিপন মন্ডলের ইয়র্কারে পায়ে চোট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছুটছিলেন আব্দুল গাফফার সাকলাইন। জয়ের জন্য দুই বলে যখন প্রয়োজন দুই রান, তার বুঝি মনে হলো, আর দৌড়ানোর ঝামেলায় গিয়ে লাভ নেই। রংপুর বিভাগের ১১ নম্বর ব্যাটসম্যান চার মেরে দিলেন দারুণ লফটেড শটে। রোমাঞ্চকর লড়াইয়ে জিতে ফাইনালে খেলার আশা জিইয়ে রাখল গত আসরের চ্যাম্পিয়নরা। এবারের জাতীয় লিগ টি-টোয়েন্টির সবচেয়ে রোমাঞ্চকর লড়াইটি দেখা গেল সম্ভবত এলিমিনেটের ম্যাচে। ছোট রানের ম্যাচে বড় উত্তেজনা ছড়িয়ে ১ বল বাকি রেখে ১ উইকেটের জয়ে ঢাকা বিভাগকে বিদায় করে দিল রংপুর বিভাগ। শেষ শটের নায়ক সাকলাইন হলেও রংপুরের জয় মূল নায়ক তাদের অধিনায়ক আকবর আলি। ১২৪ রান তাড়ায় ৫২ রানে ৬ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল দল, পাল্টা আক্রমণে ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের দুয়ারে নিয়ে...