আর্থিক সংকটে পড়েছে বৈশ্বিক সংস্থা জাতিসংঘ। এ কারণে আগামী কয়েক মাসের মধ্যে সংস্থাটি ৯টি শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনী কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন যে পরিমাণ শান্তিরক্ষী আছেন তার এক চতুর্থাংশ কমানো হবে। আর্থিক সংকটে পড়েছে বৈশ্বিক সংস্থা জাতিসংঘ। এ কারণে আগামী কয়েক মাসের মধ্যে সংস্থাটি ৯টি শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনী কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন যে পরিমাণ শান্তিরক্ষী আছেন তার এক চতুর্থাংশ কমানো হবে। জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের ওই কর্মকর্তা জানান, এ পরিকল্পনায় ১৩,০০০ থেকে ১৪,০০০ সেনা ও পুলিশ সদস্যকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে অনেক বেসামরিক কর্মীর চাকরিও হারানোর ঝুঁকি রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের সবচেয়ে বড় অর্থদাতা দেশ হলো যুক্তরাষ্ট্র। মোট বাজেটের প্রায় ২৬ ভাগ দেয় তারা। দ্বিতীয় স্থানে...