বিসিবি নির্বাচন তো নয়, যেন নেটফ্লিক্স অরিজিনাল রুদ্ধশ্বাস কোনো থ্রিলার সিরিজ। ঘটনার ঘনঘটা, বিতর্ক, অভিযোগ, পাল্টা অভিযোগ...এসবের মধ্যেই আবার নিয়মিত বিরতিতে ‘কোর্ট সিন’। আদালত থেকে আজ এই রায় আসছে তো কয়েক দিন পরই অন্য রায়। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রতিটি দিনই যেন চমকে ভরা নতুন একেকটি পর্ব। কিন্তু শুরুতে দর্শক-মনে প্রবল উত্তেজনা ও ‘কী হয়-কী হয়’ অনিশ্চয়তার রেশ শেষ পর্যন্ত টেনে নিতে ব্যর্থ হলে থ্রিলার সিরিজ যেভাবে মুখ থুবড়ে পড়ে, বিসিবি নির্বাচনেরও শেষ পর্যন্ত সেই দশা। শেষ দৃশ্যে কোনো চমক তো নেই-ই, তা যে থাকবে না, সেটিও অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে। সেটি কোন দিন? বিসিবির ইতিহাসে এই প্রথম ‘সভাপতি কে হচ্ছেন’ আলোচনায় চায়ের কাপে ওঠা ঝড় যেদিন হঠাৎই থেমে গেছে। শেষ পর্যন্ত যা হয়েছে, সেটিকে অনায়াসে ‘নামকাওয়াস্তে’ নির্বাচন...