জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, ‘সরকার ২২ দিন নদী থেকে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় সম্পন্ন নিষেধ করেছে। যারা এই আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ আমাদের অভিযানে সহায়তা করছে।’তিনি আরও বলেন, ‘রাজবাড়ীতে পদ্মা নদীর অংশ রয়েছে প্রায় ৫৭ কিলোমিটার। পদ্মা নদীর এই বড় একটি অংশে একই সময়ে অভিযান দেওয়া সম্ভব হয় না। একদিকে অভিযান চালালে অন্য দিকে জেলেরা নামে। কিছু অসাধু জেলে যারা রয়েছে তারা এ সময় নদীতে নামবেই। আমরা চেষ্টা করছি অভিযানের মাধ্যমে এসব অসাধু জেলেদেরকে আটক করার।’ তিনি আরও বলেন, ‘রাজবাড়ীতে পদ্মা নদীর অংশ...