নীলফামারী: গরু ছাড়াই দীর্ঘ ৩০ বছর ধরে ঘানি টানা প্রবীণ দম্পতির পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপহার সামগ্রী নিয়ে হাজির হন। প্রবীণ দম্পতির ঘানি টানার খবরটি দৃষ্টিগোচর হয় তারেক রহমানের। এরপর তিনি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোস্তাকিন আলীর (তেলী) সঙ্গে যোগাযোগ করতে। এরই ধারাবাহিকতায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাগাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি (পাগলাটারী) গ্রামে মোস্তাকিন আলীর বসতবাড়িতে তার ৩০ বছরের স্মৃতিবিজড়িত ‘ঘানি’ পরিদর্শন করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোস্তাকিন আলীর প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি।...