শীত নামতে দেরি, অক্টোবর জুড়েই থাকতে পারে ভ্যাপসা গরম NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঢাকা: অক্টোবরেও দেশের বিভিন্ন অঞ্চলে মেঘ, বৃষ্টি ও ভ্যাপসা গরমের প্রভাব থাকছে। আবহাওয়াবিদদের মতে, এবার মৌসুমি বায়ু কিছুটা দীর্ঘস্থায়ী হওয়ায় শরতের শুষ্কতা এখনও আসেনি।আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ১২-১৩ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর ধীরে ধীরে মৌসুমি বায়ু দুর্বল হয়ে যাবে এবং বিদায় নিতে শুরু করবে।আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম বলেন, এখনই শীতের কোনো আভাস নেই। অক্টোবরজুড়েই থাকতে পারে গরমের দাপট। নভেম্বরের প্রথম সপ্তাহের পরই ঠান্ডার আমেজ মিলতে পারে।তিনি আরও জানান, কিছু এলাকায় যে কুয়াশা দেখা যাচ্ছে, তা শীতের নয়- বরং আর্দ্রতার কারণে তৈরি হচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর এলনিনো প্রভাবের কারণে মৌসুমি বৃষ্টির সময়সীমা...