সংস্কৃতি মানব সভ্যতার মর্মবস্তুর প্রতিফলন। এটি মানুষের চিন্তা, বিশ্বাস, আচরণ, রুচি, মূল্যবোধ ও জীবনযাপনের ধারাকে প্রতিফলিত করে। প্রতিটি সমাজের রয়েছে নিজস্ব জীবনধারা ও আচার-বিশ্বাস, যা তাদের সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তি। বাংলার সংস্কৃতি সেই অর্থে একটি অনন্য উদাহরণÑএটি যেমন আদি সভ্যতার উত্তরাধিকার বহন করে, তেমনি শতাব্দীর পর শতাব্দী ধরে বহিরাগত প্রভাব, সংঘাত ও সমন্বয়ের মধ্য দিয়ে গড়ে উঠেছে এক স্বতন্ত্র জাতিসত্তা। ‘সংস্কৃতি’ শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে, যার অর্থ ‘সংস্কৃত হওয়া’ বা ‘চর্চার মাধ্যমে পরিশীলিত হওয়া’। ইংরেজি শব্দ কালচার থেকে এর আধুনিক অর্থের প্রচলন হয়। ড. স্যামুয়েল পুফেনডর্ফের মতে, সংস্কৃতি হলো মানুষের বর্বরতা কাটিয়ে সভ্য জীবনে প্রবেশের প্রক্রিয়া। নৃবিজ্ঞানী এডওয়ার্ড টেইলর ১৮৭১ সালে বলেন, সমাজের সদস্য হিসেবে অর্জিত সমস্ত আচরণ, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি ও প্রথার সমষ্টিই সংস্কৃতি। ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা হেলেন...