গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছুটে যায় কোচ কাবরেরার দিকে। স্প্যানিশ এই কোচ সরাসরি উত্তর না দিয়ে জানান, ‘অবশ্যই, জামাল খেলুক বা না খেলুক, সে আমাদের অধিনায়কই থাকবে। এটি অপরিবর্তনীয়।’ এদিকে হামজার মতো শুরুর একাদশে অনিশ্চিত সদ্য চোট থেকে ফিরে আসা বসুন্ধরা কিংসের তারকা ডিফেন্ডার তপু বর্মণ। এছাড়া, কানাডাপ্রবাসী শমিত সোমের বিষয়েও কিছু নিশ্চিত করেননি বাংলাদেশ কোচ। কোচ বলেছেন, তপু উন্নতি করেছে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শমিত মাত্র একটি অনুশীলন সেশন করেছে। আজ (গতকাল) ও...