নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় চাঞ্চল্যকর মমতাজ বেগম হত্যা মামলার রহস্য তিনদিনের মধ্যেই উদঘাটন করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত নাতনিকে গ্রেপ্তার করা হয়েছে। বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক (এসআই) শামীম ও উপপরিদর্শক (এএসআই) রাজিবের নেতৃত্বে গতকাল বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে নাটোরের হরিশপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে নাতনি ও তার কথিত স্বামী মিনারুলকে গ্রেপ্তার করা হয়। গহনা বিক্রির টাকায় নতুন পোশাক কিনে পালানোর সময় তাদের ধরা হয়। পুলিশ জানায়, তিন ভরি স্বর্ণালংকারের লোভে গত রোববার রাতে ফাঁকা বাড়িতে একা পেয়ে নাতনি তার নানি মমতাজ বেগমকে হত্যা করে। পরে গহনা বিক্রি করে পালানোর পরিকল্পনা নেয় সে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় খুব অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা...