আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে শুরু হয়েছে কৌশল নির্ধারণের দৌড়ঝাঁপ। বিএনপিসহ জামায়াতে ইসলামী বাংলাদেশ পুরোনো কাঠামোতে ফের সক্রিয় হচ্ছে, অন্যদিকে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদসহ তরুণদের আরও কয়েকটি দল এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে। তারা জোটে যাবে, নাকি এককভাবে লড়বে? এনসিপি ও গণঅধিকার পরিষদের মতো নতুন প্রজন্মের দলগুলো এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। বড় দলগুলোর সঙ্গে জোটে গেলে কিছু আসন বা তাৎক্ষণিক কিছু সুবিধা মিলতে পারে। তবে এতে নতুন রাজনৈতিক দলগুলো স্বকীয়তা নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। জোট রাজনীতি আপাত লাভজনক মনে হলেও এটি নতুন দলগুলোর নিজস্ব ব্র্যান্ডকে দুর্বল করে দেবে। জনগণের কাছে নিজেদের আলাদা অবস্থান প্রতিষ্ঠার সুযোগ নষ্ট হয়ে যাবে। এই অবস্থায় এনসিপি ও গণঅধিকার পরিষদ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দ্বিধা-দ্বন্দ্বে...