পৌর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র প্রভাবশালী মহলকে ব্যবহার করে খালের জায়গা এবং ফুটপাত দখল করে দোকানপাট তৈরি করেছিল। এর ফলে একদিকে যেমন শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল, তেমনি মানুষের চলাচলের পথও সংকুচিত হয়ে সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছিল। উচ্ছেদ অভিযানে পৌর প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম বলেন, শহরের সৌন্দর্য রক্ষা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমাদের এই অভিযান। অবৈধ দখলদার যতই প্রভাবশালী হোক না কেন, সরকারি সম্পত্তি দখলমুক্ত করার এই ধারা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, খাল দখলমুক্ত হওয়ায় পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে। এই...