নীলফামারীতে বিশ্ব ডাক দিবস উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নীলফামারী প্রধান ডাকঘরের হেডমাস্টার মো. শামসুজোহার সভাপতিত্বে সকাল ১০টায় আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নীলফামারী ডাকঘরের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট অফিস পরিদর্শক লেবু চন্দ্র রায়, ফজলুর রহমানসহ অনেকে। সভায় সভাপতির বক্তব্যে শামসুজোহা বলেন, "বিশ্বের ১৭৩টি দেশে একইসাথে ডাক দিবস উদযাপন করা হচ্ছে। পোস্ট অফিসে শুধু চিঠিপত্র আদান-প্রদান করা হয় না, এর সঙ্গে আরও অনেক প্রোগ্রাম চালু রয়েছে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ আশ্রয়স্থল হল ডাক বিভাগ বা পোস্ট অফিস।" তিনি আরও বলেন, "সকলের সহযোগিতায় নীলফামারী ডাকবিভাগ সুনাম অর্জন করেছে।" প্রধান অতিথির বক্তব্যে...