২০২৫ সালের ১৬ জুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক ব্যবহারকারী একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-নির্মিত ছবি শেয়ার করেন। ছবিটিতে দেখা যায়, নির্বাসিত ইরানি শাহের পুত্র রেজা পাহলভি সিংহাসনে বসে আছেন, আর পোস্টে লেখা—তিনি ইরানে স্বাধীনতা ও সমৃদ্ধি আনবেন! রেজা পাহলভির পিতা মোহাম্মদ রেজা শাহ, তাঁর শাসনামলে দু’বার ইরান ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।প্রথমবার ১৯৫৩ সালে, যখন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬ এবং মার্কিন সিআইএ গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। দ্বিতীয়বার, ১৯৭৯ সালের জানুয়ারিতে, যখন তিনি স্বীকার করেন যে, তিনি ‘জনগণের বিপ্লবের কণ্ঠস্বর’ শুনতে পাচ্ছেন। পাহলভি বংশের প্রতিষ্ঠাতা রেজা খানও তেমন ভাগ্যবান ছিলেন না। ১৯৪১ সালে মিত্রবাহিনী ইরানে আক্রমণ চালিয়ে দেশ দখল করার পর তাঁকেও নির্বাসনে পাঠানো হয়। সে সময় ব্রিটিশ ও সোভিয়েত বাহিনী ইরানের খাদ্য মজুত...