বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় স্কুল শিক্ষিকাকে মারধরের পর ধর্ষণচেষ্টার অভিযোগে এক মারমা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়া এলাকার গহীন পাড়া থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার ওসি মারুরুল হক। গ্রেপ্তার অংসাপ্রু মারমা (২৫) উপজেলার ধুংহ্রী হেডম্যান পাড়ার বাসিন্দা। মামলার বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিক্ষিকার পথ রোধ করেন অংসাপ্রু। তখন তাকে মারধর করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যাগ, মোবাইল ফোন, ব্যাংক চেক এবং কানের দুল ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। বাধার মুখে হামলাকারী পালিয়ে যায়। স্থানীয়রা জানান, ঘটনার পর উপজেলা প্রশাসন, শিক্ষক ও কারবারী-হেডম্যানদের উপস্থিতিতে...