চট্টগ্রাম এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে চট্টগ্রামের আসনগুলোতে ধারাবাহিক ভালো ফল করেছে বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনেও চট্টগ্রামে জমে উঠছে ভোটের লড়াই। এবার বেশ কয়েকটি আসনে বিএনপির হেভিওয়েট নেতারা মনোনয়ন প্রত্যাশী। কোনো কোনো আসনে বিএনপির একাধিক হেভিওয়েট নেতা নির্বাচনি লড়াইয়ে সামিল হতে চান। তবে দলীয় প্রার্থিতা ঘোষণায় এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী। দলটি ইতিমধ্যেই চট্টগ্রামের ১৬টি আসনে একজন করে প্রার্থীর নাম ঘোষণা দিয়েছে। প্রার্থীরা যাচ্ছেন জনগণের দ্বারে দ্বারে। মাঠে প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছেন তারা। চট্টগ্রামের ১৬টি আসনের প্রতিটিতে ৬-৭ জন করে শতাধিক বিএনপি নেতা মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করছেন। ফেসবুকসহ নানা মাধ্যমে নিজ নিজ এলাকায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসাবে ঘোষণা দিচ্ছেন। এদের মধ্যে অতি তরুণ, ‘আগন্তুক’ বা গত ১৬ বছর মাঠে ছিলেন না—এমন অনেক সাবেক...