সৌন্দর্যচর্চার জগতে চোখে পড়ে হাজারও প্রসধনী। টোনার, এসেন্স, নেক ক্রিম, সেলুলাইট লোশন, লিপ মাস্ক ইত্যাদি। প্রতিটি পণ্য এমনভাবে উপস্থাপন করা হয় যে, মনে হয় প্রতিটি বোতলেই লুকিয়ে আছে সৌন্দর্যের গোপন রহস্য। তবে এসব পণ্যের মধ্যে কতটুকু সত্যিই দরকারি? আর একটি পণ্যের বিকল্প কি অন্যটি হতে পারে? অনেকেই মনে করেন, সুগন্ধযুক্ত বডিওয়াশ বা ময়েশ্চারাইজার ত্বকের জন্য ক্ষতিকর। তবে কারও আসলেই ত্বকের অ্যালার্জি বা সংবেদনশীলতা না থাকে, তাহলে সুগন্ধযুক্ত বডিওয়াশ বা লোশন ব্যবহার করা ক্ষতিকর নয়। বরং এটি দৈনন্দিন গোসলের সময়কে একটু আনন্দদায়ক করে তোলে। রূপ বিশেষজ্ঞ এবং বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ার-এর প্রধান শারমিন কচির মতে, “নিজের পছন্দের ঘ্রাণের বডি লোশন বা ওয়াশ ব্যবহার করলে মনেও ভালো প্রভাব পড়ে। সবকিছু ‘ফ্র্যাগরেন্স-ফ্রি’ হতে হবে এই ধারণা ভুল।” টোনার একসময় ছিল স্কিনকেয়ারের অবিচ্ছেদ্য অংশ।...